সিলেটপোস্ট ডেস্ক::সিটি কর্পোরেশন নির্বাচন থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী সরে যাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন না আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
দুপুরে সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আনোয়ারুজ্জামান চৌধুরী বরিশালের নির্বাচনকে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে উল্লেখ করে জানান বরিশালে নিজেদের প্রার্থীর পরাজয় দেখে সিলেটে ইসলামী আন্দোলনের প্রার্থী বুঝে গেছেন, তাই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এটা কোন অবস্থায় কাম্য নয় গণতন্ত্রের জন্য নির্বাচন জরুরী।
অপর দিকে বেলা বেলা দুই টার দিকে নগরীরর বন্দর বাজার এলাকার একটি মাকের্টে নির্বাচনি প্রচারনা চালান জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। জাপা প্রার্থীর দাবি আওয়ামীলীগ প্রার্থী নিজেদের ভরাডুবি যেনে লাঙলের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। সিটি নির্বাচন থেকে সরে দাড়ানোর চাপ দেওয়া হচ্ছে তাদের কে। তবে কোন ভাবেই নির্বাচন থেকে সরে যাবে না জাতীয় পার্টি । নির্বাচনি মাঠে নেই সুষ্ট পরিবেশ।
আগামী ২১ শে জুন সিলেট সিটির ৪২ টি ওয়ার্ডে অনুষ্টিত হবে নির্বাচন।