হেলাল আহমদ( সিলেট) বালাগঞ্জ::বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ১নং এবং ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৭ জুন) বিকালে স্থানীয় মাদ্রাসাবাজারে মরিয়ম কমিউনিটি সেণ্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনহার মিয়া।
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আজিজুল হোসেন এবং পরিচালনা করেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস শহীদ খান এবং ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ। শুভেচ্ছা বক্তৃতা করেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নেছাওর আহমদ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাজী এমএ মালেক এবং পরিচালনা করেন দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব মইনুল ইসলাম সালেহ। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।