ওসমানীনগর(সিলেট) প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরে ৮৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাদিক মিয়া (৫০) উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের পূর্ব সিরাজ নগর গ্রামের মৃত তরিক মিয়ার পুত্র। শনিবার (১৫ জুলাই) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার এস আই সবিনয় বৈদ্যের নেতৃত্বে পূর্ব সিরাজ নগর গ্রামের মাদক বিক্রেতা সাদিক মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন।
এসময় সাদিক মিয়ার তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
ওসমানীনগর থানার এসআই সবিনয় বৈদ্য বলেন, রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।