রফিকুল ইসলাম, দোয়ারাবাজার থেকে::বিএনপি আজও রাস্তায় গাড়ি পোড়ায়।তাদেরকে শুধু আমরা টেলিভিশনের পর্দায় দেখি। মাঝে মধ্যে রাস্তায় দাড়িয়ে মিটিং মিছিল করতে ও দেখা যায়। আজকেও তারা সংবিধান বুঝেনা, মানেনা। তারা মানবেই না। তারাতো এ দেশই চায়নাই । আজও তারা বঙ্গবন্ধুকে মানেনা। বঙ্গবন্ধুকে স্বকৃীতি দেয়না। স্বাধীনতার জয়বাংলা বলেনা। তাদের কাছে বাংলাদেশ নিরাপদ না।তারা স্বাধীনতার স্বপক্ষের শত্রু। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। স্বাধীনতার সময় রাজাকার আলবদররা এদেশে কি করছিলো তখন কি বিএনপি ছিলোনা। তখন বিএনপিতে তারাই গেলো রাজাকার আলবদরের গোষ্ঠীরা। তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে।দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। গ্রেনেড হামলা করেছে। অগ্নিসংযোগ করেছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠান হাসপাতালে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। মানুষকে পুঁড়িয়ে মেরেছে।আজকেও আমরা একি চিত্র দেখেছি।
রবিবার (৩০ জুলাই) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
এর ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরন ও সম্প্রসারিত নতুন ভবনের শুভ উদ্বোধন কালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’র মন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, মশা কমলে মশার কামড় কমবে।মশাড় কামড় কমলে ডেঙ্গু রোগি কমবে। মশা না কমলে ডেঙ্গু রোগি ও কমবেনা। গতবছর বন্যায় ও বৃষ্টিপাত বেশি থাকার কারনে মশা বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু ও বৃদ্ধি পেয়েছে। এইপর্যন্ত ২’শত’র বেশি রোগি মারা গেছে। ৪৫ হাজার রোগি আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দেশের প্রতিটা হাসপাতালে রোগির জন্য আলাদা বেড রাখা হয়েছে। ঢাকা শহরের হাসপাতাল গুলোর ভিতরে ৩’হাজার বেডের ব্যবস্থা করা হয়েছে। ঢাকার বাহিরে জেলা উপজেলা হাসপাতাল গুলেতে ৫০০০ হাজার বেডের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ডাক্তার ও নার্সদের ডেঙ্গু চিকিৎসার জন্য বিশেষ প্রশিক্ষন ও দেওয়া হয়েছে। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে।
এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী জাহিদ মালেক বলেন, কমিউনিটি ক্লিনিকের মেডিক্যাল সেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে স্বকৃীতি পেয়েছে,ইউএনও স্বকৃীতি পেয়েছে। স্থানীয় সহযোগিতা পেলে উপজেলা পর্যায়ের প্রতিটি কমিউনিটি ক্লিনিককে উন্নীতকরনের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন,দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যা উন্নিতীকরণ এটা এই এলাকার মানুষের জন্য আর্শিবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলে ২ টি মেডিক্যাল কলেজ ও ২ টি বিশ্ববিদ্যালয় দিয়েছে। প্রধানমন্ত্রী সিলেটকে ভালোবাসেন। সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে বেড সংখ্যা দ্বিগুন করা হয়েছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় করোনাকালিন আমরা মানুষের সেবা দিয়েছি। করোনাকালো বিশ্বে সবচেয়ে কম লোক বাংলাদেশে মারা গেছেন।
উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে অনুষ্ঠানের শেষে তিনি উপস্থিত সকলকে নৌকায় ভোট দোওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সুনামগঞ্জ ৫-( ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শামিউল ইসলাম, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শরিফুল হাসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন প্রমুখ।