সিলেটপোস্ট ডেস্ক::ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট কোতোয়ালী থানা শাখার তৃনমূল সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় নগরীর অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই সম্মেলনের আয়োজন করা হয়।
থানা সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল আহমদের পরিচালনায় পবিত্র কুরআনুল কারীম তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এল.এল.বি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি আলহাজ্ব নজীর আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, নগর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারী মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সাবেক সহ- সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা শাখার সেক্রেটারী মোহাম্মদ আনিসুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সেক্রেটারী মোহাম্মদ আলবাবুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ মকবুল হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম শামীম সহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।