সংবাদ শিরোনাম
দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «   ব্যারিস্টার সুমন,ফেরদৌস,সাকিবসহ সাবেক এমপিদের ৫০টি বিলাসবহুল গাড়ি বন্দরে আটকা  » «   হবিগঞ্জের নবীগঞ্জে তালামীযের উদ্যোগে রান্না করা খাবার প্রায় ৩শতাধীক বন্যার্থদের মধ্যে বিতরন  » «   সকল নাগরিকের জন্য চাই নিরাপদ খাদ্য-ইমদাদ ইসলাম  » «  

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন শিক্ষা সচিব

সিলেটপোস্ট ডেস্ক::হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ডিজিটাল লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। বঙ্গবন্ধু কর্নারে স্থান পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ও তাঁর জীবনভিত্তিক দুইশোর অধিক বই। শনিবার (১৯ আগস্ট) বিকাল ৪ টায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থাপিত সেন্ট্রাল ডিজিটাল লাইব্রেরিতে এই উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়। ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধন শেষে সেন্ট্রাল ডিজিটাল লাইব্রেরি পরিদর্শন করেন শিক্ষা সচিব সোলেমান খান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ বেলায়েত হোসেন তালুকদার, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ।

‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধনের পর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রশিক্ষণ ও কর্মশালা’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সচিব সোলেমান খান। তিনি বলেন, ‘বর্তমানে আমরা কৃষিখাতে বাংলাদেশের অগ্রগতির কথা শুনতে পাই। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এই খাতগুলোতে উন্নয়নের অবদান বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর। প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা মেনে শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করবেন ও বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন সেই আশা করছি’।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত ও সঞ্চালনা করেন উদ্যানতত্ত্ব বিভাগের প্রভাষক (ভারপ্রাপ্ত) ড. জাকারিয়া চৌধুরি অনিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মোঃ বেলায়েত হোসেন তালুকদার ও শুভেচ্ছা বক্তব্য দেন ওশানোগ্রাফি এন্ড ব্লু ইকোনমি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অরুণ চন্দ্র বর্মন।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গনে দুটি গাছের চারা রোপণ করেন শিক্ষা সচিব সোলেমান খান ও অতিরিক্ত সচিব মোঃ বেলায়েত হোসেন তালুকদার। সরকারি সফরের অংশ হিসেবে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও এসব আয়োজনে অংশগ্রহণ করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.