সিলেটপোস্ট ডেস্ক::মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ সমাজের সম্পদ। তারা সবসময় সমাজের মানুষের কল্যাণেই কাজ করে থাকেন। সে সকল মানুষকে উৎসাহিত ও অনুপ্রানিত করতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগীতা ও মানবকল্যাণে এগিয়ে আসতে হবে। জুলকার নায়েন ফাউন্ডেশন দুঃস্থ এবং অসহায় মানুষের কল্যানে বিভিন্ন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। গতকাল সোমবার জুলকার নায়েন ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি ডায়াবেটিস ও বøাড প্রেসার পরিক্ষার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
জুলকার নায়েন ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকার নায়েন এর সভাপতিত্বে এইচ এম কাওছার আহমদ পরিচালনায় অন্যনোর মধ্যে বক্তব্য রাখেন রোটারি ইন্টারন্যাশনাল ৩২৮২ বাংলাদেশ এর এ্যসিসটেন্ট গর্ভণর রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, আব্দুস সোবহান আজাদ, কবি কামাল আহমদ, মুক্তা আহমদ, মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম, মো: আব্দুল আউয়াল দুলাল, লুৎফুর রহমান, রনি কর প্রমুখ।