সিলেটপোস্ট ডেস্ক::জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেটে শোক র্যালি করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা ও মহানগর শাখা।
বুধবার (৩০ আগস্ট) দুপুর ১টায় সিলেট নগরীর ঐতিহ্যবাহী রেজিস্টারি মাঠ হতে এ র্যালি শুরু হবে।
র্যালিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নেবেন ।
র্যালিতে অংশ নিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা ও মহানগর শাখার সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা শাখার সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, মহানগর শাখার সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু।