সিলেটপোস্ট ডেস্ক::রোটারি ইন্টান্যাশানাল ৩২৮২ বাংলাদেশ এর গভর্ণর ইঞ্জিনিয়ার মো: মতিউর রহমান বলেছেন, বৃক্ষ সবচেয়ে গুরুত্বপূর্ন ও কার্যকর ভূমিকা পালন করে থাকে। তাই প্রত্যেকের উচিত বাড়ির আশপাশে কিংবা খোলা জায়গায় সাধ্য মতো গাছ লাগনো। তবেই পরিবেশ ভালো থাকবে, ভালো থাকবে আমাদের জীবন ও স্বাস্থ্য। বাড়ছে মানুষ, বাড়ছে কার্বন-ডাই-অক্সাইড, ধ্বংস করা হচ্ছে বন, কাটা হচ্ছে গাছ, অনিশ্চিত হয়ে পড়ছে নতুন প্রজন্মের ভবিষ্যৎ। জীববৈচিত্র রক্ষার ক্ষেত্রে গাছপালা অপরিহার্য। গাছপালা থেকে মানুষ খাদ্য, ওষুধ, জ্বালানি, গৃহ নির্মাণ ইত্যাদি তো পেয়েই থাকে।
গতকাল মঙ্গলবার গোয়াইনঘাটের গহরা জামে-মসজিদ প্রাঙ্গনে রোটারি ক্লাব সিলেট সেন্ট্রালের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য কালে একথা বলেন।
প্রেসিডেন্ট রোটারিয়ান আফসার উদ্দিন আহমেদ চৌধুরী পিএইচএফ-এ সভাপতিত্বে ক্লাব সেক্রেটারী মনছুর আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এরিয়া ডাইরেক্টর একে এম শামছুল হক দিপু ,রোটারিয়ান পিপি রোটারিয়ান সিদ্দিকুর রহমান পিএইচএফ, পিপি আব্দুল মুকিত, পি পি রোটারিয়ান এম এ রহিম আরএফএসএম, পিপি রোটারিয়ান বিকাশ কান্তি দাশ পিএইচএফ, পিপি রোটারিয়ান এডভোকেট মোজ্জাকির হোসেন কামালী, পিপি রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, রোটারিয়ান আহমদ রশিদ চৌধুরী আরএফএসএম, রোটারিয়ান শিশির সরকার আরএফএসএম, রোটারিয়ান জুবায়ের আহমদ এলাকাবাসীর পক্ষে থেকে উপস্থিত ছিলেন মাষ্টার ইউসুফ জামাল, মাষ্টার সিরাজুল ইসলাম, স্থানীয় মেম্বার জসিম উদ্দিন, ব্যবসায়ী কয়েছ শাহরিয়ার, নজরুল ইসলাম ,ডাক্তার ওমর আলী, ইউনুস আলী , যুব নেতা ইসমাইল, মামুনর রশিদ ও দেলোওয়ার হোসেন মেম্বার প্রমুখ।
পঠিত : 111