সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলটির সিলেটের গোলাপগঞ্জ উপজেলা বিএনপি।
এ উপলক্ষে শুক্রবার(১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা মাহফিল অনুষ্ঠিত হয়।
লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিউর রহমান শামীমের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ৬ আসনের ধানের শীষের সাবেক প্রার্থী ফয়সাল আহমদ চৌধুরী।
লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিউর রহমান শামীমের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ৬ আসনের ধানের শীষের সাবেক প্রার্থী ফয়সাল আহমদ চৌধুরী।
সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সদস্য জামাল আহমদ, উপজেলা বিএনপির সহসাংগঠনিক জয়নাল মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক এড.আমিন উদ্দিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম মুন্না,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহজান আহমদ,উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার তারেক জলিল, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু, ঢাকাদক্ষিন ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান,লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমদ, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুট উদ্দিন সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের হাজারোধিক নেতাকর্মী।