সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে মনোজ কাপালী মিন্টু সহ-সভাপতি মনোনীত হওয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর মাছিমপুরস্থ মুক্তিযোদ্ধা কার্যালয়ে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ।
সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে মনোজ কাপালী মিন্টুকে সহ-সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মইনুল হোসেন খান নিখিল, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. কুটি মিয়া, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুকুল বর্মণ, বীর মুক্তিযোদ্ধা আরমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলী, বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি ফয়েজুর রহমান ফয়সল, সিনিয়র সহ সভাপতি বশির মিয়া, সহ সভাপতি গোলাম মোস্তফা দুলাল, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক কামরান ফরিদ, আব্দুল হক সুহেল, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, মিন্টু মিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শ্যামল দাস, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক লিটন আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ওয়েছ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব শাহাদত আনোয়ার, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান পাপলু, সাদীকুল ইসলাম রাজন, আব্দুল কাইউম, সিলেট জেলা যুব কমান্ডের আহবায়ক শেখ মোহাম্মদ আলম, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ যুব কমান্ডের সহ সভাপতি আমিনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক এজাজ আহমদ, সিলেট জেলা সাংস্কৃতিক কমান্ডের আহবায়ক শুমান দত্ত অঞ্জুন, সিলেট জাগরন সাংস্কৃতিক স্কোয়াড এর আয়ুমান দত্ত, রোহিত কাপালী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দক্ষিণ সুরমা উপজেলা শাখার সদস্য সুহেল আহমদ, খোকন মিয়া, নজরুল ইসলাম, বেলাল আহমদ, রোমন আহমদ, আবুল হোসেন, নূর ইসলাম বাচ্চু, হুসাইন তালুকদার, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য শাহানুর আহমদ, জামিল আহমদ, জাঙ্গীর আলম প্রমুখ।
এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা যুব কমান্ডের আহবায়ক শেখ মোহাম্মদ আলম বলেন, মনোজ কাপালী মিন্টু একজন মুক্তিযোদ্ধার সন্তান। তিনি সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার দক্ষতার সুফল হিসেবে জেলা যুবলীগের সহ সভাপতি পদ লাভ করেছেন। তার কার্যক্রমের মাধ্যমে কমিটির কার্যক্রম আরো গতিশীল হবে। আগামীতে আরো বড় দায়িত্বশীল পদ লাভ করে যুবলীগের ভাবমূর্তি উজ্জ্বল করে সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট জেলা শাখার সহ সভাপতি মনোজ কাপালী মিন্টুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ।