সংবাদ শিরোনাম
দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «   ব্যারিস্টার সুমন,ফেরদৌস,সাকিবসহ সাবেক এমপিদের ৫০টি বিলাসবহুল গাড়ি বন্দরে আটকা  » «   হবিগঞ্জের নবীগঞ্জে তালামীযের উদ্যোগে রান্না করা খাবার প্রায় ৩শতাধীক বন্যার্থদের মধ্যে বিতরন  » «   সকল নাগরিকের জন্য চাই নিরাপদ খাদ্য-ইমদাদ ইসলাম  » «  

সুনামগঞ্জে ঢাকাগামী আল-মোবারাকা পরিবহণের চাপায় এক নারী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি::সুৃনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালীস্থ ইকবাল নগর এলাকায় ঢাকাাগামি একটি যাত্রীবাহি ( আল মোবারাকা) পরিবহণের চাপায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম আরিজান বিবি(৬৫)। তিনি জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের রাজাবাজ গ্রামের মৃত ফজর আলীর সহধর্মিনী।

সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের ওয়েজখালীস্থ ইকবাল নগর এলাকায় এ র্দূঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করলে ও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

স্থানীয় ও ঘটনাস্থলে অবস্থানকারী সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল জানান,নিহত বৃদ্ধা তার ছেলে একরাম উল্ল্যাহকে নিয়ে জামালগঞ্জের রাজাবাজ গ্রাম থেকে সিএনজি যোগে সুনামগঞ্জ শহরের ইকবাল নগর এলাকার ভার্ডে এসেছিলেন বৃদ্ধা আরিজান বিবির চোখের সমস্যা নিয়ে। ভার্ডের সামনে রাস্তার পাশে সে সিএনজি থেকে নামার সময় সুনামগঞ্জ শহর থেকে ছেড়ে আসা ঢাকাাগমি আল মোবারাকা যাত্রীবাহি পরিবহণ ঐ মহিলাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এখানকার স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করেন। এই সময় বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই মো. রফিকুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলেও চালক ও হেলফার পালিয়ে যায়। পরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এসে নিহত লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। এদিকে খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে মর্গে আসলে এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারনা হয়।

এ ব্যাপারে নিহত বৃদ্ধার ছেলে একরাম উল্ল্যাহ বলেন এই ঢাকাাগমি আল মোবারাকা বাসটি আামর মাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি তার মায়ের খুনী ঘাতক চালক ও হেলফারের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রশাসনের নিকট দাবী জানান।

এ ব্যাপারে ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল এমন অনাকাংঙ্খিত সড়ক র্দূঘটনায় এই বৃদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ কওে বলেন,ড্রাইভারগণ একটু সচেতন হলে এমন অনাকাংঙ্খিত সড়ক র্দূঘটনা থেকে নিরীহ মানুষ রক্ষা পেতেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী এক নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.