সিলেটপোস্ট ডেস্ক::শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার ১দফা দাবীতে আগামী ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় তারুণ্যের রোডমার্চ সফল করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) শহরের একটি অভিজাত হোটলে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফজল হোসেনের সভাপতিত্বে সিলেট মহানগর ছাত্রদল নেতা জাহিদ সিকদার ও তারেক আহমেদ চৌধুরী যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা ডাঃ সহিদুল ইসলাম শিপলু, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আবিদুল হক শাহান, মহানগর ছাত্রদল নেতা তারেক আব্দুল্লাহ, হাবিবুর রহমান হাবিব, এড. হাবিবুর রহমান হাবিব, ছিদ্দিক আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু বক্কর, মনির আহমদ, ইসমাইল হোসেন, নবিল হোসেন,মোশাররফ হোসেন সানি, মেহদি রাফি,মাহবুব আলম রিপু, আবদুল কাদির, সজিব আহমদ, শাহীন আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা অমর আহমদ, মাহি আহমদ, লিমন আহমদ, জারের আহমদ, হিমেল, ইমরান, বিলাল, আব্দুল হাফিজ জুয়েল, আকাশ আহমদ প্রমুখ।