সিলেটপোস্ট ডেস্ক::গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সরদা স্মৃতি ভবন উদ্ধোধনী দিন ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রতিষ্ঠা বার্ষিকী নাট্যোৎসব শুরুর পূর্বে মহড়া চলাকালীন সময়ে ন্যক্কারজনক হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারে সারদা স্মৃতি ভবন প্রাঙ্গণে ২৪ সেপ্টেম্বর রবিবার বিকাল চারটায় জমায়েত হয়ে শহিদমিনার অভিমুখে প্রতিবাদী মৌনমিছিল অনুষ্ঠিত হবে।
বিকাল সাড়ে চারটায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার সম্মুখে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট সভাপতি শামসুল আলম সেলিম, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এক বিবৃতিতে সিলেটের সকল নাট্য ও সংস্কৃতিকর্মী দের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।