সিলেটপোস্ট ডেস্ক::সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় “জগন্নাথপুর শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম ‘সিলেট” এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৪ সেপ্টম্বর বাদ মাগরিব দরগাহ হযরত শাহজালাল (রঃ) জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয় পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম, সিলেট এর আহবায়ক তোফাজ্জল হোসেন বেলাল, ফোরামের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, ফোরামের সদস্য সচিব এমদাদুল হক স্বপন, ফোরামের সিনিয়র নেতা ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আমীর আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুনু আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও ফোরামের সিনিয়র নেতা আলফুজ্জামান বকুল, ফোরামের সিনিয়র নেতা ও মহানগর যুবদল নেতা আব্বাস উদ্দিন, ফোরামের সাবেক যুগ্ম সম্পাদক ও মহানগর যুবদল নেতা এমএ,সুয়েব আহমদ, ফোরামের সিনিয়র নেতা ও মহানগর যুবদল নেতা রিপন চৌধুরী, ফোরামের সিনিয়র নেতা ও মহানগর যুবদল নেতা সবরুল ইসলাম নেপুর আহমদ, ফোরামের সাবেক দপ্তর সম্পাদক ও মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ জুনেদ প্রমুখ।