আব্দুল জাহির মিয়া হবিগঞ্জ জেলা প্রতিনিধি ::নবীগঞ্জে পিক-আপযোগে পাচারকালে ৪০ কেজি গাঁজার চালানসহ সিলেটের ৩ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২৮ সেপ্টেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মামুনার রশিদ ও এএসআই সোহরাব হোসেন চৌধুরীসহ একদল সিপাহি নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের রুস্তুমপুর টুল প্লাজার দক্ষিণ পার্শ্বে একটি পিকআপ মিনি ট্রাকে তল্লাশী করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার তালুজগৎ প্রকাশ লামাকাজি এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো: রায়হান (২১), কোম্পানিগঞ্জ উপজেলার বাঘজুর এলাকার মৃত মহিবুর রহমানের ছেলে মো: আলামিন (২২), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের তেররতন এলাকার আব্দুল হকের পুত্র মো: মইনুল (২৯)সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে রুস্তুমপুর চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশী চালানো হয়। এ সময় একটি মিনি ট্রাক(পিকআপ) গাড়ী তল্লাশী করে ৪০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে ওই গাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। গাঁজাগুলো হবিগঞ্জের ভারত বর্ডার থেকে সিলেট নিয়ে যাচ্ছিল।