সিলেটপোস্ট ডেস্ক::পবিত্র মীলাদে মোস্তফা (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২১নং ওয়ার্ড শাখার উদ্যোগে ও লতিফি হ্যান্ডস এর ব্যবস্থাপনায় ৬ অক্টোবর’২৩, শুক্রবার বিকেলে নগরীর শিবগঞ্জস্থ সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয় ক্যাম্পাসে ফ্রী মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য সামগ্রী বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ।
মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি আতিকুর রহমান সাকের, সহ-সভাপতি এম. শামস উদ্দিন, সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, ২১নং ওয়ার্ড আল ইসলাহ’র সভাপতি কাজী জয়নুল ইসলাম মুনিম।
২১নং ওয়ার্ড শাখা সভাপতি আব্দুল মুনতাসির খান ও সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ এর সার্বিক পরিচালনায় নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. উমর বিন আব্দুল আজিজের তত্ত্বাবধানে ১২ সদস্যের একটি দল রোগীদের সেবা প্রদান করেন। এ ক্যাম্পেইনে প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়াও ক্যাম্পেইনে অসুস্থ রোগীদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের ২২নং ওয়ার্ড শাখার সভাপতি মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ২১নং ওয়ার্ড শাখা সাংগঠনিক সম্পাদক আবু তায়্যিব চৌধুরী মুরাদ, অর্থ সম্পাদক সারওয়ার আহমদ প্রমুখ।