সংবাদ শিরোনাম
নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে -হুমায়ুন কবির শাহীন  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২  » «   ইজতেমা মাঠে হামলা-হত্যা : সিলেটে কওমি মাদরাসা ঐক্য পরিষদের বিক্ষোভ  » «   সিলেটে নগরীর চালিবন্দরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু  » «   সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন: উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা  » «   মহান বিজয় দিবসে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন  » «   সিলেট ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ০১ কোটি ৭৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক  » «   ১ কোটি দাবীর মধ্যে ২৫ লাখে মুক্তি পেলেন মিসবাহ উদ্দিন সিরাজ  » «   সিলেটে বেড়েছে কিশোর চক্র ঝাপটা পার্টি ও চুরি, ছিনতাই, ডাকাতি: আতঙ্কে সাধারণ মানুষ  » «   সংস্কার ও নিত্যপণ্য সহনীয় করতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে-মকসুদ হোসেন  » «   স্বৈরশাসক শেখ হাসিনার গুম-খুনসহ সব অপকর্মের বিচার এ দেশেই হবে: কলিম উদ্দিন আহমেদ মিলন  » «   সিলেটে প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারকে ঘর দিল সেনাবাহিনী  » «   মিথ্যা অভিযোগে মামলা ও মানহানী করছেন মানব পাচারকারী আবুল হক-সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন  » «   ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সিলেট মহানগর কৃষক দল  » «   গোয়াইঘাটে অবৈধভাবে বালু উত্তোলন: আপত্তি দিতে গেলে প্রাণে মারার হুুমকি  » «  

রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বেগম জিয়াকে জামিন দেয়া হচ্ছে না: ভিপি মাহবুব

সিলেটপোস্ট ডেস্ক::সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভি পি মাহবুবুল হক চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত করেছে। এ কারণেই রাজনৈতিক প্রতিহিংসা বশবর্তী হয়ে বেগম খালেদা জিয়ার জামিনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দুরে রাখতেই আওয়ামী লীগ সরকার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে জনগণ এখন চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে। মিথ্যা ও সাজানো মামলায় নির্দোষ দেশনেত্রীকে মুক্তি না দিয়ে সরকারের উন্মত্ত আচরণকে জনগণ কোনদিনই ক্ষমা করবে না।

তিনি শুক্রবার (২০ অক্টোবর) দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট মহানগরীর ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান বলেন, ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। শেখ হাসিনা ভালভাবেই জানেন যে, বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করা হলে গণতন্ত্রের পক্ষের মানুষের জোয়ার উঠবে, সেই জোয়ারের ঢেউয়ে আওয়ামী শাসন দীর্ঘায়িত করা কোনক্রমেই সম্ভব নয়।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুনু আহমদের সভাপতিত্বে ও  সদস্য নুরুল হক মাছুম, সাফওয়ান আলম কোরেশী এবং আব্দুস সালাম যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ৩৩নং ওয়ার্ড বিএনপি আহবায়ক আব্দুল মুমিন, আবু আহমদ আনসারী, আব্দুল হাসিম জাকারিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, মহানগর যুগ্ম আহবায়ক সৈয়দ আমির আলী, আজিজ খান সজিব, জেলা যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, সদস্য-দেওয়ান রেজা মজিদ, মিসবাহ আহমদ জেহিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসরুর রাসেল, এনামুল হক সোহেল, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ, সেলিম মিয়া, মোঃ সামাদ হোসেন, ইবনে জাহান তানভীর, গোলাম মোস্তফা, জেলা সদস্য লাহিন আহমদ চৌঃ, মহানগর সদস্য সোহেল আহমদ, হোসেন খান ইমাদ, কাউসার আহমদ রকি, জালালাবাদ থানা মানিক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আশিকুর রহমান আশিক, বিমান বন্দর থানা সেবুল আহমদ সাজু আহমদ কালাই, আনহার খান রাজু, এমদাদুল হক মিজান, ইমন আহমদ, ৯নং ওয়ার্ড আহবায়ক সৈয়দ রম্মান আহমদ, সদস্য সচিব সমছু আহমদ, ১৭নং সদস্য সচিব আব্দুস সামাদ, ফয়ছল আহমদ, ছাত্রদল নেতা আনাস মাহফুজ। বক্তব্য রাখেন  ৩১নং ওয়ার্ডের ফেরদৌস আহমদ, আব্দুস সালাম আজাদ, ৩২নং ওয়ার্ডের আহমদ, ঈষান আহমদ, ৩৩নং ওয়ার্ডের দেলোওয়ার হোসেন, সুমন আহমদ, উজ্জল আহমদ, ৩৪নং ওয়ার্ডের হেলাল আহমদ, ইয়ামিন আহমদ, ৩৫নং ওয়ার্ডের শাহিন আহমদ, ৩৬নং ওয়ার্ডের সেকুল আহমদ, সালেক আহমদ প্রমুখ।

পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য মো: সালাউদ্দীন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.