সিলেটপোস্ট ডেস্ক::সিলেটে অবরোধ ও হরতালে যুবদল-ছাত্রদলের সাথে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বুধবার সকাল সাড়ে এগারোটায় জেল রোড থেকে মিছিল বের করে যুবদল-ছাত্রদল। মিছিলে তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বন্দরবাজার এলাকায় ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা মিছিল নিয়ে এলে তাদের দিকে ইট ছুঁড়ে লাঠি হাতে হামলা চালায় ছাত্রদল যুবদল কর্মীরা। মিনিট দশেক উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবদল, ছাত্রদলের ৫ জনকে আটক করে।
দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারে যুবদল ব্যারিকেড দিলে ছাত্রলীগ প্রতিহত করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় যুবদল নেতা সাইদুর রহমানসহ ৪/৫ জন আহত হন। এদের মধ্যে সাইদুরের অবস্থা গুরুতর। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিএনপির ডাকা চলমান অবরোধ কর্মসূচির মধ্যে আজ সিলেট বিভাগের চার জেলায় হরতাল ঘোষণা করেছে যুবদল।