জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৬টি ভারতীয় মহিষ আটক

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ২:৪৫ অপরাহ্ণমীর শোয়েব ,জৈন্তাপুর প্রতিনিধি::জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে আসা ৬ টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ই নভেম্বর) ভোর ৪:৩০ মিনিটের সময় অভিযান চালায় পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক পার্থ রন্জন চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত সিলেট তামাবিল মহাসড়কের সন্নিকটে ডিবির হাওড় খালের মুখ পয়েন্ট থেকে ছয়টি মহিষ আটক করা হয়। মহিষ গুলো চোরাই পথে ভারত থেকে পাচারের জন্য নিয়ে আসা হচ্ছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে মহিষের সাথে থাকা তিনজন চোরাকারবারি পালিয়ে যায়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ছয়টি মহিষ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তা তদন্তাধীন। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে এবং মাদক ও চোরাকারবার বন্ধে পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।