সিলেটপোস্ট ডেস্ক::সিলেটে অবরোধ কর্মসূচি চলাকালে রাজপথে গণতান্ত্রিক আন্দোলন থেকে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বিকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, হরতাল ও অবরোধ কর্মসূচি পালন জনগণের গণতান্ত্রিক অধিকার। সরকার জনবিচ্ছিন্ন হয়ে এখন বিএনপির নেতাকর্মীদের উপর গ্রেফতার ও নির্যাতনের খড়গ চালাচ্ছে। অভিলম্বে ছাত্রদল নেতা রাব্বি সহ গ্রেফতারকৃত সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি দিয়ে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। অন্য দেশের মুক্তিকামী জনগন ফ্যাসিস্ট সরকারকে ক্ষমা করবে না।