সংবাদ শিরোনাম
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২  » «   ইজতেমা মাঠে হামলা-হত্যা : সিলেটে কওমি মাদরাসা ঐক্য পরিষদের বিক্ষোভ  » «   সিলেটে নগরীর চালিবন্দরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু  » «   সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন: উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা  » «   মহান বিজয় দিবসে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন  » «   সিলেট ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ০১ কোটি ৭৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক  » «   ১ কোটি দাবীর মধ্যে ২৫ লাখে মুক্তি পেলেন মিসবাহ উদ্দিন সিরাজ  » «   সিলেটে বেড়েছে কিশোর চক্র ঝাপটা পার্টি ও চুরি, ছিনতাই, ডাকাতি: আতঙ্কে সাধারণ মানুষ  » «   সংস্কার ও নিত্যপণ্য সহনীয় করতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে-মকসুদ হোসেন  » «   স্বৈরশাসক শেখ হাসিনার গুম-খুনসহ সব অপকর্মের বিচার এ দেশেই হবে: কলিম উদ্দিন আহমেদ মিলন  » «   সিলেটে প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারকে ঘর দিল সেনাবাহিনী  » «   মিথ্যা অভিযোগে মামলা ও মানহানী করছেন মানব পাচারকারী আবুল হক-সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন  » «   ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সিলেট মহানগর কৃষক দল  » «   গোয়াইঘাটে অবৈধভাবে বালু উত্তোলন: আপত্তি দিতে গেলে প্রাণে মারার হুুমকি  » «   সিলেটে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন  » «  

নুরুল ইসলাম নাহিদকে বিজয়ী করতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এড. নাসির উদ্দিন খান

সিলেটপোস্ট ডেস্ক::আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান এমপি নুরুল ইসলাম নাহিদের সমর্থনে বাংলাদেশ আওয়ামী লীগ গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান এর সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা বুধবার (৬ ডিসেম্বর) ওয়াসিমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগে প্রেসেডিয়াম সদস্য সিলেট-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নাহিদ এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো.নাসির উদ্দিন খান।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৬ আসনের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ  বলেন, জনগণকে বুঝাতে হবে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, চট্টগ্রামে টানেল নির্মাণ হয়েছে, ঘরে ঘরে আজ বিদ্যুৎ পৌঁছে গেছে। দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দেন তিনি তা বাস্তবায়ন করেন। এজন্যই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান। তিনি তা বাস্তবায়ন করেন। এজন্যই জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে সিলেট-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আমাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ উন্নয়নের মহাসড়কে। দেশ একসময় অন্ধকারে ছিল, দেশের রিজার্ভ ছিল শূন্যের কোঠায়। সেই অবস্থা থেকে জননেত্রী শেখ হাসিনা তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের এসব বিষয় জানাতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এছাড়াও সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কোষাধ্যক্ষ শমসের জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, উপ-দফতর সম্পাদক মজির উদ্দিন, সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির উদ্দিন, যুগ্ম সম্পাদক শিপুর রহমান চৌধুরীকে রিংকু, আলী আকবর ফখর, গোলাপগঞ্জ পৌর সভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, চেয়ারম্যানদের মধ্যে হানিফ খান, মাহতাব উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ এমপি আরো বলেন, একটানা ১৪ বছর ধরে বঙ্গবন্ধুর ৬ কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অতুলনীয় উন্নয়ন এবং বাংলাদেশকে সারা বিশ্বে সম্মানজনক দেশ হিসেবে প্রতিষ্টিত করেছে। আগামী ২০৪১ সালের মধ্যে সকল ক্ষেত্রে উন্নয়ন করে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন।
প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট নাসির উদ্দিন খান আরো বলেন, গোলাপগঞ্জ- বিয়ানীবাজারবাসী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নাহিদকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.