সংবাদ শিরোনাম
নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে -হুমায়ুন কবির শাহীন  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২  » «   ইজতেমা মাঠে হামলা-হত্যা : সিলেটে কওমি মাদরাসা ঐক্য পরিষদের বিক্ষোভ  » «   সিলেটে নগরীর চালিবন্দরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু  » «   সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন: উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা  » «   মহান বিজয় দিবসে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন  » «   সিলেট ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ০১ কোটি ৭৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক  » «   ১ কোটি দাবীর মধ্যে ২৫ লাখে মুক্তি পেলেন মিসবাহ উদ্দিন সিরাজ  » «   সিলেটে বেড়েছে কিশোর চক্র ঝাপটা পার্টি ও চুরি, ছিনতাই, ডাকাতি: আতঙ্কে সাধারণ মানুষ  » «   সংস্কার ও নিত্যপণ্য সহনীয় করতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে-মকসুদ হোসেন  » «   স্বৈরশাসক শেখ হাসিনার গুম-খুনসহ সব অপকর্মের বিচার এ দেশেই হবে: কলিম উদ্দিন আহমেদ মিলন  » «   সিলেটে প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারকে ঘর দিল সেনাবাহিনী  » «   মিথ্যা অভিযোগে মামলা ও মানহানী করছেন মানব পাচারকারী আবুল হক-সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন  » «   ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সিলেট মহানগর কৃষক দল  » «   গোয়াইঘাটে অবৈধভাবে বালু উত্তোলন: আপত্তি দিতে গেলে প্রাণে মারার হুুমকি  » «  

পছন্দ না হলে জনগণ সরকার পরিবর্তন করবে

সিলেটপোস্ট ডেস্ক::“পছন্দ না হলে জনগণ সরকার পরিবর্তন করবে। কিন্তু অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও করে, নিরীহ মানুষ মেরে সরকার পরিবর্তন জনগন মানবে না। সন্ত্রাসকে বাংলার জনগন প্রশ্রয় দেবে না।
বিশ্বে সন্ত্রাসীদের কোন স্থান নেই। তাই আন্তর্জাতিকভাবে প্রথম দিকে বিএনপিকে যারা সমর্থন করেছিল তারাও পিছু হটে গেছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করেনা তারাই নির্বাচন বানচালে ব‌্যস্ত।’

রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় নির্বাচনি গণসংযোগকালে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. এ কে আব্দুল মোমেন  এসব কথা বলেন।

এরপর সকাল ১১ টায় নগরীর জিন্দাবাজাস্থ ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)  সিলেটের কার্যালয়ে সাংবাদিকদের সাথে শুভচ্ছা বিনিময় করেন  পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ।

এ সময় তিনি বলেন, গণমাধ্যম উন্নয়নের হাতিয়ার। গণমাধ্যম আছে বলেই সরকার-রাষ্ট্র  তাদের ভুলগুলো শুধরানোর সুযোগ পায়। মানুষের মন মানসিকতাকে  উন্নত করার মাধ্যমে জাতি , সমাজ গঠনে গণমাধ্যম একটি শক্তিশালী ভূমিকা পালন করে।

আগামী ৭ জানুয়ারি নির্বাচনকে সফল সুষ্ঠু করতে সাংবাদিকদের ভূমিকা রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে ভোট প্রদানের জন্য জনগণ উদগ্রীব হয়ে আছে।
পররাষ্ট্রমন্ত্রী  আওয়ামী লীগ সরকারের উন্নয়নগুলো জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি নির্বাচনে ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন সেজন্য মিডিয়াকে দায়িত্বশীল হবার আহবান জানান।
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেটের সভাপতি মাহবুবুর রহমান  রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গুলজার আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি ফয়জুল রহমান আলওয়ার, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এফতার হোসেন পিয়ার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়ির সাংবাদিক আল আজাদ, ইমজার সহ-সভাপতি  সজল ছত্রী,  বিলকিস আক্তার সুমি, সহ-সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, আব্দুল মালিক জাকা, ইকরামুল কবির, মইনুদ্দিন মঞ্জু, সৈয়দ রাসেল সহ ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সিলেট ডায়বেটিক  এন্ড জেনারেল হাসপাতালে পরিদর্শনে যান। সেখানে তিনি কর্মরত ডাক্তার, নার্স ও পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেন।
সিলেট ডায়বেটিক  সমিতি নির্বাহী কমিটির সহসভাপতি ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এড. নিজাম উদ্দিনের সঞ্চালনায়  বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সহসভাপতি ডা. মো. আলতাফুর রহমান প্রমুখ।
বিকেলে ড. এ কে আব্দুল মোমেন  সিলেটে দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেন। নগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেস ক্লাবের ‘আমিনূর রশীদ চৌধূরী মিলায়তনে’ দৈনিক ইত্তেফাকের ব্যুরো চিফ হুমায়ূন রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। লেখনির শক্তি কত প্রবল হতে পারে তার নমুনা হচ্ছে ইত্তেফাক। বাংলাদেশ রাষ্ট্র গঠনে , বাঙালির মুক্তি সংগ্রামে ,স্বাধীকার আন্দোলনে  ইত্তেফাকের ভূমিকা ছিল অনন্য অতুলনীয়। এজন্য দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা- সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়াকে বারবার নির্যাতন, কারাবরণ  করতে হয়েছে। আগামী দিনেও ইত্তেফাক দেশ,জাতিকে সঠিক পথ দেখাবে।
দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সলের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী , সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল রহমান আলওয়ার, সিলেট জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, জেপির সিলেট জেলা সভাপতি ইফতেকার আহমদ লিমন, সিলেট উইমেন্স চেম্বার্স অব কমার্স লিমিটডের সভাপতি স্বর্ণলতা রায়, কৃষিবিদ আবু নাসের, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, দূর্নীতি মুক্তকরণের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, আব্দুল মালিক জাকা, সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক, মো. আমজাদ হোসাইন, এনামুল হক জুবের, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল প্রমুখ।

বিকালে দক্ষিণ সুরমায় বৃহত্তর কদমতলী স্বর্ণশিখা সমাজ কল্যাণ সংস্থা অফিসে পরিদর্শন করেন। এরপর দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্ট ও মুক্তিযোদ্ধা চত্বরে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর তৌফিক বক্স লিমন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক প্রমুখ।
সন্ধ্যায় ড. এ কে আব্দুল মোমেন  নগরীর হাফিজ কমপ্লেক্সে  ডাক্তার ও নার্সিং নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের সঞ্চালনায় ব্কতব্য রাখেন, বিশিষ্ট চিকিৎসক ডা. আজিজুর রহমান নোমান, সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায় চৌধুরী, বিএনএ –এর যুগ্ম সাধারণ সম্পাদক তৃষ্ণা তেরেজা ডি কস্তা প্রমুখ।
ড. মোমেন বলেন, আওয়ামী লীগ জনগনের ভোটের অধিকারের জন্য লড়াই করেছে। সিলেট-১ আসনের উন্নয়নে নৌকার বিকল্প নেই ।

নির্বাচনে ভোটের অধিকার চর্চা  স্বত:স্ফূর্তভাবে প্রয়োগ করার আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী।
সভায় বক্তরা বঙ্গবন্ধুর প্রতীক নৌকার বিজয় নিশ্চিতে কাজ করার আশ্বাস দেন।
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.