শ্রীমদ্ভাগবত সংঘের দুই দিন ব্যাপী ভুবন মঙ্গল নাম যজ্ঞের শুভ সূচনা

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ বলেছেন, সিলেটের সনাতন ধর্ম চর্চায় দীর্ঘদিন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে শ্রীমদ্ভাগবত সংঘ। সংগঠনটি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শে পরিচালিত হয়ে যুব সমাজকে নিয়ে যেভাবে ধর্ম আলোচনা এবং ভজন কীর্তন পরিচালনা করে আসছে তা আসলেই অনুসরনীয় এবং প্রশংসার দাবিদার।
তিনি সিলেটের ঐতিহ্যবাহী ধর্মীয় সংগঠন শ্রীমদ্ভাগবত সংঘের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাবলেন। রোববার (২৪ ডিসেম্বর) মিরাবাজার শ্রীশ্রী বলরাম জিউর আখড়া প্রাঙ্গণে উলুধ্বনি এবং শঙ্খধ্বনির মাধ্যমে শ্রীমদ্ভাগবত সংঘের ভুবন মঙ্গল নাম যজ্ঞের দুইদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন সম্পন্ন হয়েছে।
সংগঠনের সদস্য সন্দীপন শুভর পরিচালনায় উদবোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী বলরাম জিউর আখড়া কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, মিরাবাজার সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক চন্দন পুরকায়স্থ, ডা.পরেশ চন্দ্র দেবনাথ।
শ্রীমদ্ভাগবত সংঘের সভাপতি সত্যেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠা কালীন সদস্য বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব সুদীপ চৌধুরী মান্না। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি নারায়ন দেব নারু, প্রলয় দেবনাথ ঝন্টু, সাধারণ সম্পাদক রবীন্দ্র দাস, সাবেক সাধারণ সম্পাদক বিহবল দে রুনু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য রতন, রনজিত দেব, রঞ্জু দেব এবং লোকেশ চন্দ্র দাশ এবং রনজিত ভট্টাচার্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীমদ্ভাগবত সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকে নি:স্বার্থ ভাবে নগরীর মিরাবাজার,ভাইয়ারপাড়া, আগপাড়া,রায়নগর সহ বিভিন্ন এলাকায় হরি নাম কীর্তন এবং ধর্ম কথা প্রচার করে আসছে। সংগঠনটি ইতোমধ্যে সকল ধর্ম, বর্ন, জাতি এবং গোত্রের মানুষের কল্যানের জন্য প্রার্থনা অনুষ্ঠান করে সমাজে একটি ইতিবাচক ভূমিকা রেখে চলছে অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ করেছেন গীতাশাস্ত্রী ও গীতাপ্রশিক্ষক লোকেশ চন্দ্র দাশ, অধিবাস কীর্তম পরিবেশন করেন রজত কান্তি গোস্বামী। উৎসবে উদয়স্ত ব্যাপী কীর্তন পরিবেশন প্রতিশ্রুত দল গুলো হল কানাইলাল সম্প্রদায়, রাধারানী চরনাশ্রিত সম্প্রদায় এবং শ্রীমদ্ভাগবত সংঘ। নাম ও লীলা সংকীর্তন মহোৎসব উপলক্ষ্যে মহাপ্রসাদ বিতরণ সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১.৩০ মিনিট হতে। অনুষ্ঠানে সিলেটের গৌড় ভক্ত মন্ডলীর সানুগ্রহ উপস্থিতি কামনা করেন আয়োজকবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক পার্থ এষ চৌধুরী, সদস্য ইমন বর্ধন, সুমন দাশ, লিটন চক্রবর্তী, স্বপ্নীল চক্রবর্তী এবং জিংকু চক্রবর্তী প্রমুখ।