মাহা-জেলা প্রেসক্লাব ক্রীড়া প্রতিযোগিতা রোববারের খেলায় বিজয়ী যারা

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:২৪ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::মাহা-সিলেট জেলা প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার ৮টি ইভেন্টের ১৪টি ম্যাচ রোববার সম্পন্ন হয়েছে।
প্লেয়িং কার্ড কলব্রিজে এএইচ আরিফ ও মো. ইউসূফ আলী, টুয়েন্টি নাইনে নবীন সোহেল ও মনিরুজ্জামান জুটি, ব্রে-তে রবি কিরণ সিংহ রাজেশ ও নেহার রঞ্জন পুরকায়স্থ বিজয়ী হন।
ক্যারম এককে রাজিব রাসেল, নবীন সোহেল, মিজানুর রহমান ও আনোয়ার হোসেন বিজয়ী হন। দাবায় নাজাত আহমদ পুরকায়স্থ ও সোহাগ আহমদ বিজয়ী হয়েছেন। গাফলায় শাহ্ দিদার আলম নবেল, অমিতা সিনহা, ইয়াহইয়া মারুফ, শহিদুল ইসলাম সবুজ বিজয়ী হন।
ছক্কা লুডুতে বিজয়ী হয়েছেন- মোহিদ হোসেন, হেনা বেগম। সাপলুডুতে বিজয়ী হয়েছেন- সংগ্রাম সিংহ ও সুব্রত দাস।