দিশারী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাবর্ষিকীর অনুষ্ঠান সোমবার

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::দিশারী স্কুল এন্ড কলেজ কালীবাড়ি ক্যাম্পাসে কলেজের সফলতার ১৬ বর্ষে পদার্পণ উপলক্ষে গত ২০ ডিসেম্বর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সোমবার (২৫ ডিসেম্বর) কালীবাড়ি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
১ম পর্বে সকাল সাড়ে ৯টায় প্রতিষ্ঠাবর্ষিকীর র্যালি, ২য় পর্বে সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও দিশারী সঙ্গীত, ৩য় পর্বে সকাল ১১টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং ৪র্থ ধাপে দুপুর ১টা ৩০মিনিটে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন দিশারী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য্য।