মাহা-জেলা প্রেসক্লাব ক্রীড়া প্রতিযোগিতা সোমবারের খেলায় বিজয়ী যারা

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৩, ৭:১৪ অপরাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::মাহা-সিলেট জেলা প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার ১২টি ম্যাচ সোমবার সম্পন্ন হয়েছে।
প্লেয়িং কার্ড টুয়েন্টি নাইনে রবি কিরণ সিংহ-সুব্রত দাস জুটি বিজয়ী হন। কলব্রিজে বিজয়ী হন শাহ দিদার আলম নবেল, মনিরুজ্জামান মনির। দাবায় সাঈদ চৌধুরী টিপু, ফয়জুল আহমদ, গাফলায় মিঠু দাস জয়, ফয়জুল আহমদ, আহমদ জামিল বিজয়ী হয়েছেন।
ছক্কা লুডুতে বিজয়ী হয়েছেন, মিঠু দাস জয়, মোখলেছুর রহমান, নাজাত আহমদ পুরকায়স্থ, মোশাহিদ আলী, আশরাফ আহমদ। সাপলুডুতে বিজয়ী হয়েছেন-সাঈদ চৌধুরী টিপু, তুহিনুল হক তুহিন, রনজিৎ কুমার সিংহ ও মামুন হাসান।