সিলেটপেস্ট ডেস্ক::সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন এর সমর্থনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর টিলাগড়ে সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী, নারী উন্নয়ন যুব সংস্থার সভাপতি ও সাবেক কাউন্সিলর নাজনীন আক্তার কনার উদ্যোগে ও সভাপতিত্বে আয়োজিত এ নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর সহধর্মিনী, সেলিনা মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস সেলিনা মোমেন।
প্রধান অতিথির বক্তব্যে মিসেস সেলিনা মোমেন আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সিলেট-১ আসনের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। তিনি নারী উন্নয়নে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপের ভূয়শী প্রশংসা করে বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। নারী বান্ধব এ সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই সরকারকে পূণরায় ক্ষমতায় নিয়ে আসতে হবে। তাই নারী সমাজকে নৌকার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
নারী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর ছোট বোন বিশিষ্ট সমাজসেবী শিফা হাফিজ।
যুব সংগঠক আফিকুর রহমান আফিকের পরিচালনায় নারী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আলম সিদ্দিকী, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী ক্ষমা রানী দে, ডলি আক্তার তান্নি, জেলা মহিলা আওয়ামী নেত্রী রুনা আক্তার, মহিলা আওয়ামী লীগ নেত্রী লিপি বেগম, সুবর্ণা বেগম লিপি, কৃষ্ণা দেবী, সাথী বেগম, সুমাইয়া ইয়াসমিন চৌধুরী ইপা, প্রবাসী মহিলা আওয়ামী নেত্রী নাজু চৌধুরী, সাবেক মেম্বার আয়শা সিদ্দিকা, আলোকবর্তিকা মানবকল্যাণ সংস্থার সভাপতি সালেহা বেগম প্রমুখ।