বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি::দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনার শেষদিনে সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিলেন স্বতন্ত্র প্রার্থী কেয়া চৌধুরী। নবীগঞ্জ- বাহুবলের কয়েকটি বড় পরিসরে নির্বাচনী পথ সভায় আপামর জনসাধারণ থেকে শুরু করে নেত্রী স্থানীয় জাতীয় পাঠির নেত্রীবৃন্দ, চেয়ারম্যান- মেম্বার ও নবীগঞ্জ বাহুবলের নেতৃবৃন্দ কেয়া চৌধুরী’র সভায় উপস্থিত হয়ে তাদের বক্তব্যে ঈগল মার্কার বিজয় সু-নিশ্চিত করলেন। ঈগলের সূরে উত্তাল হবিগঞ্জ-১ আসন।বিগত সময়ের রাস্তা- ঘাট, হাঠ- মাঠ ও আর্ত দরিদ্রদের মানব সেবায় এবং বলিষ্ঠ নেতৃত্বের বোয়সি প্রশংসা করে মঞ্চ কাপালেন নেতারা। দেশে নির্বাচন নিয়ে বড় দুটি দলের মধ্যে দ্বিধা বিভক্তি ভূলে কেয়া চৌধুরী’র জন্য শেষ মূহুর্তে মাঠে ঝাঁপিয়ে পড়েলেন বিভিন্ন দল ও মতের নেতৃবৃন্দ।
নির্বাচনী প্রচারনার শেষদিনে বিকাল বেলা সমর্থকরা
বিশাল মোটর সাইকেল শ্লোডাউনের মাধ্যমে বিভিন্ন স্লোগান দিয়ে স্বতন্ত্র প্রার্থী কেয়া চৌধুরীকে সভাস্থলে নিয়ে যান। সেখানে, নারী- পুরুষ, আওয়ামীলীগ, জাতীয় পাঠি, হিন্দু- মুসলিম সহ হাজাট হাজার জনতার উপস্থিত হলে সভাস্থ জন সমুদ্রে পরিনত হয়। যার সদৃশ্য ছবি ও ভিডিও প্রদর্শন করা হলো।
এ থেকে ধারনা করা যাচ্ছে, নবীগঞ্জ- বাহুবলের ভোটারদের মধ্যে কেয়া চৌধুরী’র ঈগল মার্কার জয় সু-নিশ্চিত।
অপরদিকে, আওয়ামীলীগ সমর্থিত লাঙ্গল প্রতীক নিয়ে এম.এ মুনিম চৌধুরী বাবু নবীগঞ্জ- বাহুবলে আওয়ামীলীগ সহ জাতীয় পাঠির সমর্থনও ধরে রাখতে পারেন নি শেষ মুহূর্তে। কারণ আওয়ামীলীগের সব চেয়ে জনপ্রিয় নেতা স্বতন্ত্র প্রার্থী কেয়া চৌধুরী হিসাব নিকাশের উদ্ধে। কাজ ও বিরত্বের মাধ্যমে আওয়ামীলীগের বিশ্বস্ত নেতা হিসাবে দীর্ষদিন ধরে হবিগঞ্জ জেলায় কাজ করে আসছেন। সব মিলিয়ে নবীগঞ্জ- বাহুবলে স্বতন্ত্র ডামী প্রার্থী কেয়া চৌধুরীকে টেক্কা দিতে পারবে কি না লাঙ্গলের বাবু, এ প্রশ্ন এখন ভোটারদের মধ্যে। এসব হিসাব নিকাশ ভোটের আগেই পাল্টে যাচ্ছে। লাঙ্গলের এম. এ মুনিম চৌধুরী বাবু শেষ মুহুর্তে স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর কাছে ধরাশায়ী হচ্ছে বলে রব গুঞ্জন শুনা যাচ্ছে।