জৈন্তাপুরের জাফলং রোডে একটি প্রাইভেট কার খাদে পরে ৪ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::সিলেটের জৈন্তাপুরের জাফলং রোডে একটি প্রাইভেট কার খাদে পরে ৪ ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার পানিহারা হাটির আরছ মিয়ার ছেলে তমাল(২৫),একই উপজেলার নিজপাট ইউনিয়নের রনদ্বীপ পালের ছেলে নেহাল(২৬),কমলাবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে জুবায়ের,নিজপাট ইউনিয়নের হারুন উর রশিদের পুত্র আলী হোসেন সুমন।
খবর পেয়ে হাসপাতালে ভীড় জমান তাদের স্বজনরা।
রাতেই হাসপাতালে তাদের দেখতে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও ছাত্রলীগের নেতারা।