সিলেটপোস্ট ডেস্ক::প্রখ্যাত কবি-চিকিৎস ডা. মো. মাশুকুর রহমান বলেছেন, নূরুজ্জামান মনি নানা পরিচয়ের একজন মানুষ। কবি, শিক্ষাবিদ, নাট্যকার, গবেষক, ছড়াকার এই সকল প্রতিটি পরিচয়ে আপন মহিমায় উদ্ভাসিত নুরুজ্জামান মনি। বর্তমানে প্রবাস জীবনে নানা প্রতিকুলতা থাকলেও থেমে থাকেনি তার কলম এবং এটাই তার শুভানুধ্যায়ীদের চরম পাওয়া।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ২৭৫ তম সাহিত্য আসরে কবি নূরুজ্জামান মনি সংবর্ধনা স্মারকগ্রন্থ ‘ফুলঝুরি ঝরেছিল সেই সন্ধ্যা’য় স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডাইরেক্টর ডা. মো. মাশুকুর রহমান সভাপতির বক্তব্যে একথা বলেন। গত সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনাগ্রন্থের সম্পাদক সেলিম আউয়াল।
সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির স ালনায় আলোচনায় অংশ নেন সাইক্লোন কেন্দ্রীয় সংসদ’র সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, ছড়াকার তারেশ কান্তি তালুকদার, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ শামশাদ, কবি কামাল আহমদ।
লেখাপাঠে অংশ নেন প্রবীণ লেখক মকসুদ আহমদ লাল, মিজানুর রহমান মিজান, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল, সাদ্দাম হোসেন জুনেদ প্রমুখ।