জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪০ অপরাহ্ণ
ফাইল ছবি
মীর শোয়েব আহমদ::জৈন্তাপুরে অবৈধভাবে শ্যালো ইঞ্জিন চালিত মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
বুধবার (১৪ই ফেব্রুয়ারী) বিকেল ৩:০০ ঘটিকায় উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত বাওনহাওড় সারী নদীতে এ অভিযান চালানো হয়।
জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন ভুমি অফিসের উপ সহকারী ইউনিয়ন ভুমি কর্মকর্তা আব্দুল খালিক, জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক আবদুল লতিব সহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযানে অংশ নেয়।
এ সময় বালু উত্তোলনে জড়ীত থাকার অভিযোগে বাওনহাওড় গ্রামের হাফিজ উদ্দিকে বালু মহাল মাটিকাটা ব্যাবস্হাপনা আইন ২০১০এ নগত ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।সেইসাথে পরবর্তীতে এই কাজ না করার অঙ্গিকারে মুচলেকা নেয়া হয়। এ ছাড়াও অভিযান চলাকালে সারীনদীতে বালু তোলার কাজে স্থপিত শ্যালো ইঞ্জিন মেশিন ও পাইপ ভেঙ্গে ফেলা হয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া জানান, অবৈধভাবে পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে আজ সারি নদী বাওনহাওড় অংশে অভিযান পরিচালিত হয়েছে।
ভবিষ্যতে পুনরায় এই ধরণের অবৈধ কাজ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা গ্রহন করা হবে।