সিলেটপোস্ট ডেস্ক::সিলেট মহানগরের অন্তর্ভুক্ত ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুস সালামকে বহিষ্কার করেছে সংগঠনের মহানগর কমিটি। রোববার (৩১ মার্চ) সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব হোসেন খান ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় সিলেট মহানগরের অন্তর্ভুক্ত ১১নং ওয়ার্ড সভাপতি আবদুস সালামকে বহিষ্কার করা হয়েছে।