মাওলানা মাহমুদুল হাসান এলএলবি এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৪, ৯:১৫ অপরাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::বিগত সিসিক নির্বাচনের হাতপাখা মার্কার মেয়র প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বুধবার রাতে শীবগঞ্জ সোরারপাড়াস্থ তার নিজ বাসভবনের সামনে অসহায়দের মধ্যে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের নেতৃবৃন্দ এবং সোনারপাড়া এলাকার মুরুব্বিয়ান ও যুবসমাজ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাফিজ মাওলানা মাহমুদুল হাসান ওমরাহ পালনের উদ্দেশ্যে পূণ্যভূমি মক্কা-মদিনায় অবস্থান করছেন।