সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আলহাজ্ব কাজী মাওলানা বদরুল ইসলাম বলেন, ঈদের আনন্দ মানে খুশি এই আনন্দকে উপভোগ করতে আমরা একত্রিত হয়েছি। সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সদস্যরা বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে পরিবারের সদস্যদের বিভিন্ন ধরণের পরামর্শ দেওয়ার পাশাপাশি অপ্রাপ্ত বয়স্কদের বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ রেজিষ্টারদের কাজ করার আহবান জানান ।
কাজী মোঃ হেলাল আহমদ এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজী নুরুল ইসলাম চৌধুরী, কাজী সিরাজুল ইসলাম, কাজী মোঃ জসিম উদ্দিন,কাজী আলিম উদ্দিন,কাজী আব্দুল ফাত্তাহ,কাজী মাওলানা আব্দুল্লাহ, কাজী মোঃ সিরাজুর হক, কাজী মোঃ মুফাজ্জল হোসেন,কাজী মাওলানা কয়েছ উদ্দিন খাঁন, সাংবাদিক কাজী মোঃ জামাল উদ্দিন,কাজী মাওলানা আবুল কাসেম চৌধুরী,কাজী মাওলানা আসাদুজ্জামান,কাজী মাওলানা মোঃ শরীফ উদ্দিন,কাজী মোফাজ্জেল হোসেন,কাজী মাওলানা আব্দুর রাজ্জাক,কাজী মাওলানা আব্দুস সবুর ,কাজী মরহুম আব্দুল মজিদের পুত্র আদনান ও জিহান ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমিতির সকল সদস্যদের মতামত নিয়ে সিনিয়র সহ-সভাপতি কাজী মরহুম আব্দুল মজিদের স্থলে কাজী নুরুল ইসলাম চৌধুরীকে সিনিয়র সহ-সভাপতি পদায়ন করা হয় এবং সমিতির অডিটর কাজী মাওলানা আব্দুর রাজ্জাক কে সহ-সভাপতি ও কাজী আসাদুজ্জামানকে অডিটর হিসেবে মনোনীত করা হয়।
পরে সমিতির অর্থ সম্পাদক কাজী মাওলানা শরীফ উদ্দিন ২০২২-২০২৩ সালে আয়-ব্যয়ের হিসাব পেশ করেন।