সিলেটপোস্ট ডেস্ক::সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় দ্বিতীয় সিলেট জেলা সোতোকান কারাতে সেমিনার এবং ব্ল্যাক বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৪ মে) বিকাল ৫টায় নগরীর সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সিলেট ফুটবল এসোসিয়েশনের সভাপতি, সিলেট জেলা কারাতের প্রধান উপদেষ্টা মাহি উদ্দিন আহমদ সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ চলচিত্র এসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আলেকজেন্ডার বো।
ব্ল্যাক বেল্ট ডান গ্রেডিং পরীক্ষায় পরীক্ষক হিসেবে বাংলাদেশ কারাতে ফেডারেশন থেকে নিয়োগ দেওয়া হয় আলেকজেন্ডার বো, মো: আফজাল ইসলাম, মো: আব্দুল্লাহ আমিন মাসুদ। উক্ত ব্ল্যাক বেল্ট পরীক্ষায় সর্বমোট সিলেট জেলা থেকে ৫০ জন খেলোয়ার অংশগ্রহণ করেন।