সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সাবেক সংগীত প্রযোজক, সিলেট নূপুর সংগীতালয়ের প্রতিষ্ঠাতা, বরেণ্য সংগীতজ্ঞ ও লেখক ওস্তাদ হোসেইন আলীর ২৪ তম মৃত্যু দিবস আগামী ১২ই জুলাই, এ উপলক্ষে ওস্তাদ হোসেইন আলী স্মৃতি পরিষদ ও সিলেট নূপুর সংগীতালয়ের উদ্যোগে ১২ই জুলাই শুক্রবার বাদ আছর দরগাহে হযরত শাহজালাল (র:) এর মাজার মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন নূপুর সংগীতালয়ের পরিচালক তুহিন আহমদ।