সিলেটপোস্ট ডেস্ক::সিলেটে চলমান কারফিউ থাকবে বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত । এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টা কারফিউ শিথিল থাকবে।
বুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসন সুত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে দেশের সিলেটের পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউ আরও শিথিল করা হয়েছে।
আজ বুধবার (২৪ জুলাই) সকালে দেখা গেছে সিলেট নগরীতে যান চলাচল করছে। সরকারি-বেসরকারি অফিস খুলে।
গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে মতো সিলেটেও ব্যাপাক বিক্ষোভ ও সংঘর্ষ হয়। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব ঘটনায় সিলেটে এ পর্যন্ত ১০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার এজাহারে প্রায় আড়াই শ’ জনের উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৬ হাজার জনকে।