সিলেটপোস্ট ডেস্ক::পূবালী ব্যাংক পিএলসি সিলেট পূর্বাঞ্চলের রিজিওনাল ম্যানেজার (আর.এম) ডিজিএম চৌধুরী মো. শফিউল হাসান জিএম পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার (১৬) জুলাই ব্যাংক পরিচালনা পর্ষদ তাকে এ পদে পদায়ন করেন। তাকে সিলেট প্রিন্সিপাল অফিসের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
চৌধুরী মো. শফিউল হাসান ২০০১ সালে সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। চাকুরী জীবনে তিনি ব্যাংকের বরইকান্দি, গোবিন্দগঞ্জ, চৌধুরীবাজার, কদমতলী, দরগাগেইট, স্টেডিয়াম এবং সিলেট মেইন শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্বপালন করেন।
২০১৯ সালে তিনি ব্যাংকের ডিজিএম পদে পদোন্নতি নিয়ে ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান হিসেবে দায়িত্ব পান। ২০২২ সালের জানুয়ারিতে ব্যাংক কর্র্তৃপক্ষ তাকে সিলেট পূর্বাঞ্চলের অঞ্চল প্রধান হিসেবে বদলী করে। জিএম পদে পদোন্নতি প্রাপ্তির পূর্ব পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন। চৌধুরী মো. শফিউল হাসানের গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের যুধিষ্ঠিপুর গ্রামে। তার পিতা সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যাপক মরহুম ছদরুল হাসান।