সিলেটপোস্ট ডেস্ক::ছাত্র আন্দোলনের অগ্রসৈনিক ফেইম একাডেমি স্কুল এন্ড কলেজের ১৯ ব্যাচের ছাত্র সালেহ আহমেদ ঐতিহাসিক ছাত্র আন্দোলন সফল করতে নিজের বুক পেতে আজ মৃত্যু যন্ত্রণাায় ভুগছেন।তার দুটি চোখ অন্ধ হওয়ার উপক্রম ।সে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে আছে বলে আজ সিলেটপোস্টকে জানিয়েছেন ফেইম একাডেমি স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ মাসুক মিয়া।
এসময় তিনি আরও বলেন, আমাদের সবার সহযোগিতায় ছেলেটা যাতে পৃথিবীর আলো ও জীবন প্রদীপ জ্বলতে পারে।
আসুন আমরা সবাই মিলে অন্তত একটা জীবনের আলো জ্বালাই। তাহার চোখের চিকিৎসা করাতে তাকে জরুরিভাবে ঢাকায় নিয়ে যেতে হবে।এতে অনেক টাকার প্রয়োজন।
আমাদের সবার সহযোগিতায় ছেলেটা পৃথিবীর আলো ও জীবন প্রদীপ জ্বলতে পারে। আসুন আমরা সবাই মিলে অন্তত একটা জীবনের আলো জ্বালাই।
জানা যায়, সিলেট নগরের আরামবাগ এলাকার হাবিব মিয়া’র একমাত্র ছেলে সালেহ আহমেদ। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকে প্রতিদিনের মত গত ৪ই আগস্ট সকালে আন্দোলনকারীদের সঙ্গে মিছিলে অংশ নেয়।
এ সময় পিছন থেকে পুলিশের ছোরাগুলি তার শরীর এর বিভিন্ন অংশে লাগে এতে চোখেের অংশ ক্ষতবিক্ষত হলে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরের বিভিন্ন অংশ থেকে গুলি বের হলেও তাহার চোখের অংশ অন্ধ হওয়ার উপক্রম হবে বলে জানিয়েছেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যেতে হবে।
আহতের বাবা হাবিব বলেন, আমার নিরীহ ছেলেকে পুলিশ গুলি করে আজ এই অবস্থা করেছে।সালেহ আমার একমাত্র ছেলে। আমি এর বিচার চাই।
তাকে আর্থিক সহযোগিতা করার জন্য যোগাযোগ করতে পারেন।ফারুক স্যার ০১৭১৬১৫৮৪৮২ বিকাশ,
মাশুক স্যার ০১৭১৪৪২৮৭৬২বিকাশ
এবং সংবাদটি শেয়ার করার জন্য সকলকে অনুরোধ করেছেন তিনি।