সিলেটপোস্ট ডেস্ক::হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নে বন্যা দুর্গত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন শিক্ষার্থীরা। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুদিনের এবং কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের অর্থ বন্যা দুর্গতদের সহযোগিতায় ব্যয় করেছেন৷ এছাড়া শিক্ষার্থীরাও নিজেদের অর্থে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচীতে অংশ নিয়েছেন। হবিগঞ্জের বন্যা দুর্গত এলাকায় মোট ১৫০ পরিবারের মধ্যে তারা এসব ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। চাল, ডাল, পেঁয়াজ, তেল, চিড়া, লবন, চিনি, বিস্কুট, সাবান, স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন ও প্রয়োজনীয় ঔষুধ স্থান পেয়েছে ত্রাণসামগ্রীর তালিকায়।
বন্যা দুর্গতের মাঝে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ত্রাণসামগ্রী বিতরণ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ২৭, ২০২৪ | ৯:৩৬ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »