সিলেটপোস্ট ডেস্ক::বন্যাদুর্গত ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের সাহায্যে খেলাফত মজলিসের ধারাবাহিক কর্মসূচির ২য় ধাপে সিলেট মহানগর শাখার পুনর্বাসন প্রকল্প গ্রহণ করা হয়েছে। আজ ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার ত্রাণ ও পুনর্বাসন কমিটির এক সভায় বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে বসতঘর নির্মাণ, টিউবওয়েল স্থাপন, টয়লেট নির্মাণ ও ঢেউটিন বিতরণসহ “পুনর্বাসন প্রকল্প-১” গ্রহণ করা হয়। সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, বন্যাদুর্গত অসহায় মানুষের সাহায্যে আলেম উলামা, ইসলামী সংগঠন ও ধর্মীয় নেতৃবৃন্দের সাহসী ভূমিকায় সাধারণ মানুষ অনুপ্রাণিত হচ্ছেন। অতীতের ন্যায় চলমান দুর্যোগেও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ বঞ্চিত মানুষকে আশান্বিত করেছে। খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীরা সামর্থের সর্বোচ্চ দিয়ে অসহায় মানুষের পাশে রয়েছেন। বর্তমানে ক্ষতিগ্রস্থ মানুষের পুনর্বাসনের কাজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। নেতৃবৃন্দ দুর্গত এলাকার মানুষের বিলীন হয়ে যাওয়া বসতঘর নির্মাণ, সংস্কার, সেনিটেশনসহ তাদের সাভাবিক জীবন ফিরিয়ে আনতে খেলাফত মজলিসের পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নে সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ প্রমুখ।