সিলেটপোস্ট ডেস্ক:;পূর্ব শক্রতার জের ধরে সিলেট জেলা বারের আইনজীবি অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। রোববার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলের বাসিন্দা যুবলীগ নেতা সৈয়দ গোলাম বাছিত রিমন সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকীর মিথ্যা বানোয়াট বক্তব্য প্রদান করেছেন।
বক্তব্যে সৈয়দ গোলাম বাছিত রিমন বলেন, ‘গোয়াইনঘাট উপজেলা যুবদলের বহিস্কৃত আহ্বায়ক মো. শাহজাহান সিদ্দিকী তাহাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। মূলত অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী এই মামলার বিষয় তিনি কোন কিছু জানেন না। তিনি বাদীপক্ষের আইনজীবীও নন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে আইনজীবি অ্যাডভোকেট শাহজাহান বলেন, ‘পূর্ব শক্রতার জের ধরে একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগ এনে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করে চলেছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে মূলধারার গণমাধ্যমগুলোকে অনুরোধ করছি অসত্য তথ্যসংবলিত মিথ্যা সংবাদ পরিবেশন না করতে। আমি অচিরেই কুচক্রী মহলের সকল সত্য তথ্য প্রমান নিয়ে মিডিয়া সামনে আসবো।