প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হাফিজ মজুমদার ট্রাস্ট ও স্কলার্সহোম সিলেটের একদিনের বেতন প্রদান

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::বন্যা দুর্গত এলাকার জনগণকে সহযোগিতার জন্য হাফিজ মজুমদার ট্রাস্ট পরিচালিত সিলেট বিভাগের আওতাধীন স্কলার্সহোমের সকল ক্যাম্পাস ও টাস্টে কর্মরত শিক্ষক, কর্মকর্তা এবং কমচারীগণের একদিনের বেতন প্রধান উপদেষ্ঠার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে।
গত ২ সেপ্টেম্বর স্কলার্সহোমের সকল ক্যাম্পাস ও টাস্টের কর্মরত শিক্ষক, কর্মকর্তা এবং কমচারীগণের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থবাবদ দুই লক্ষ ত্রিশ হাজার নয়শত ত্রিশ টাকা ‘প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল’ সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাব নম্বর ০১০৭৩৩৩০০৪০৯৩ এ প্রদান করা হয়।