সিলেটপোস্ট ডেস্ক::বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং গণঅভ্যুত্থানের এক মাসপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদি মার্চ করেছে সিলেট ল’ কলেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ল’ কলেজ গেইটের সামনে থেকে এ শহীদি মার্চ শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্রা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সবার সাথে মিলিত হয়। পরে পুনরায় কলেজ গেইটর সামনে এসে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট ল’ কলেজ শাখার সমন্বয়ক হিলাল উদ্দিন শিপু, সিলেট ল’ কলেজর ছাত্র রাসেল আহমেদ রাহী, দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুর রহমান, হাবিবুর রহমান, তাহসান শিকদার প্রমুখ।
এসময় বক্তারা আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তারা বলেন, যাদের রক্তের বিনিময়ে এই বিপ্লব সফল হয়েছে, তাদের রক্ত যাতে বৃথা না যায় সে লক্ষে ছাত্রসমাজ বদ্ধপরিকর। কিন্তু একটি বিশেষ মহল কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পায়তারা করছে। আমরা এগুলো রুখে দেব। ছাত্র আন্দলোন চলাকালে সিলেট ল’ কলেজের অনেক অনেক সাধারণ ছাত্রছাত্রী আহত হয়েছেন। আমরা তাদের ত্যাগের কথা ভুলবো এবং যারা আন্দোলনের বিপক্ষে সরাসরি জড়িত তাদেরকে সিলেট ল’ কলেজের বৈষম্যবিরোধীর পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে।