সিলেটপোস্ট ডেস্ক::সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবির) আবাসিক হলগুলোতে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার থেকে ৬টা পর্যন্ত ছাত্রদের ৫টি আবাসিক হলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৪০টি রামদা, হেলমেট, বিপুল পরিমাণ লোহার পাইপ ও মদের বোতল উদ্ধার করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার্স ইনচার্জ সোহরাব হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোঃ মোজাম্মেল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ এমদাদুল হক ও বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের সুত্রে জানাযায়, আব্দুস সামাদ আজাদ হলের মধ্যে ৫১০ নং রুমে অস্ত্র পাওয়া যায় যেটি সিকৃবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসানের রুম। একই হলের ৩১০ নং রুম থেকে অস্ত্র উদ্ধার করা হয় সেটিও ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান লিংকনের রুমে। পাশাপাশি বঙ্গবন্ধু হল, কিবরিয়া হলের ২০৬/২০৭ নং রুমে এইসব অস্ত্র পাওয়া যায়।