সিলেটপোস্ট ডেস্ক:: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এদেশের এমন পরিস্থিতিতে মিথ্যা ছদ্মবেশ ধারণ করে ভুয়া র্যাব পরিচয় দিয়ে এসএমপি, সিলেট, শাহপরাণ (রহঃ) থানাধীন এলাকায় চাঁদাবাজি একটি চক্র চাঁদাবাজী করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট এর একটি আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ২০২৪ ইং তারিখ অনুমানিক রাত ১০টা ২৫ মিনিটের সময় অভিযান পরিচালনা করে ২ জন ভুয়া
র্যাব পরিচয়দানকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, সিলেট জেলার উভয় শাহপরান থানার মৃত আব্দুল কালাম এর পুত্র মোঃ নাদিম আহমেদ (২০) ও একই থানার মোঃ এরশাদ মিয়ার পুত্র মো: সাব্বির মিয়া (২১)। তাদেরকে গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৭০/৩৮৫/৩৪ পেনাল কোড-১৮৬০ ধারায় মামলা দায়ের পূর্বক আসামীদেরকে শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও
র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেন, সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।