
তিনি আরো বলেন, এখানে উপস্থিত প্রত্যেকেই আওয়ামী লীগের কাছে নির্যাতিত-নিপীড়িত মজলুম, আপনাদের প্রতি আমার আহবান মজলুম হিসেবে একটি দোয়া করবেন যেন বাংলাদেশে আর এমন কোর রাজনৈতিক দল সৃষ্টি না হয়, গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়।
তিনি ২০ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টায় কানাডা পশ্চিম বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধীত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি ২০ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টায় কানাডা পশ্চিম বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধীত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কানাডা পশ্চিম বিএনপির সভাপতি খন্দকার আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের পরিচালনায় সংবর্ধনায় বক্তব্য রাখেন বক্তব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, কানাডা বিএনপি পশ্চিমের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী, কানাডা মহিলা দলের সভাপতি নাজমা হক, সাবেক ছাত্রনেতা মিসবাউল কাদির ফাহিম, মালিহা মনসুর, টরেন্টো সিটি বিএনপি সভাপতি মইন উদ্দিন চৌধুরী, অন্টারিও বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ, আলী হোসেন, ইমন চৌধুরী, ইঞ্জিনিয়ার আবু জহির, মোঃ সাকিব নাঈম চৌধুরী, মাসুক হোসেন খান, আহমদ হোসেন রনি, ডা. দেলোয়ার হোসেন, নাহিদ আহমদ, এস কে শহীদুজ্জামান খান, মোঃ ইকবাল হোসেন, ফয়জুল ইসলাম পীর, সুহেল আহমদ, রাশেদুজ্জামান রাহেল, এস তপন মাহমুদ প্রমুখ। শুরু কোরআন তেলাওয়াত মোঃ সানাউল্লাহ ও সংবর্ধনা শেষে মোনাজাত পরিচালনা করেন টরেন্টো সিটি বিএনপি সভাপতি মইন উদ্দিন চৌধুরী।
পঠিত : 78