১২ ওয়ার্ড জামায়াতের সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও না’তে রাসূল (সাঃ) সন্ধ্যা সম্পন্ন

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৪, ৪:০৪ অপরাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২নং ওয়ার্ড আয়োজিত সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও না’তে রাসূল (সাঃ) সন্ধ্যা শুক্রবার রাতে শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, প্রধাব আলোচ্যক হিসেবে আলোচনা অংশ গ্রহণ করেন পাঠানটুলা জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ লুৎফুর রহমান হুমায়দী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২নং ওয়ার্ড শাখার সভাপতি মু. ফয়েজুল ইসলামের পরিচালানায় বিশেষ অতিথি সিলেট মহানগর জামায়াতে নায়েবে আমীর মাওলানা সুহেল আহমদ, কোতয়ালী থানা (পশ্চিম) আমীর মাওলানা আজিজুল ইসলাম, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সিলেট মহানগরের সভাপতি মু. শরীফ মাহমুদ।
অনুষ্ঠান ৩টি অধিবেশন অনুষ্ঠিত হয়। তিনটিতে যথাক্রমে সভাপতিত্বে করেন ব্যবসায়ী ফোরাম নেতা নুরুল আলম, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদির, বিশিষ্ট সমাজসেবক মু. ফখর উদ্দিন। অনুষ্ঠানে নাতে রাসূল পরিবেশন করেন দিশারী শিল্পী গোষ্ঠী।
আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মুকিত, কোতয়ালী পশ্চিমের নায়েবে আমীর সিরাজুল ইসলাম, কোতয়ালী পশ্চিম সেক্রেটারি পারভেজ আহমদ, আকাবা ট্রাভেলসের সত্ত্বাধিকারী আব্দুল কাইয়ুম, সিলেট মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি সাব্বির আহমদ।-