সংবাদ শিরোনাম
খুলতে যাচ্ছে সিলেটের পাথর কোয়ারি  » «   সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ৭০ লক্ষ টাকার চোরাই পণ্য আটক  » «   ১৯ বিজিবি’র অভিযানে ভারতীয় কসমেটিকস, মদ ও পশুসহ প্রায় অর্ধ কোটি টাকার চোরাই পণ্য আটক  » «   শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বি‌ক্ষোভ মি‌ছিল ম‌ানববন্ধন  » «   সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় ২ কোটি ৩৮ লক্ষ টাকার চোরাই পণ্য আটক  » «   ২৭নং ওয়ার্ডে যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল  » «   জিয়াউর রহমান কৃষকদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করতে নিজেই মাঠে নেমে কাজ করেছেন-হুমায়ূন কবির শাহীন  » «   জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, বালু বোঝাই ট্রাক জব্দ  » «   কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবী-খতমে নবুওয়াত মহাসম্মেলনে বক্তারা  » «   দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদেরকে সর্বদা নিবেদিতপ্রাণ থাকতে হবে-আব্দুল কাইয়ুম চৌধুরী  » «   সিলেট নগরীর ৪২ নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন  » «   সিলেট মহানগর কৃষক দলের সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত  » «   গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশি ৪ নারী আটক  » «   সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ৯৩ লক্ষাধিক টাকার চোরাই পণ্য আটক  » «   দোয়ারাবাজারে পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি আটক ৭  » «  

দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার পাশাপাশি তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে-চৌধুরী মামুন আকবর

সিলেটপোস্ট ডেস্ক::সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান চৌধুরী মামুন আকবর বলেছেন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার পাশাপাশি  তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা ও বৃত্তি প্রদান একটি চমৎকার উদ্যোগ। তিনি আরো বলেন, রোটারিয়ানরা দেশ ও জাতির কল্যাণে নিজেদের অর্থ ও শ্রম দিয়ে নিরলসভাবে কাজ করছেন। এভাবে সকল সামাজিক সংগঠনগুলো পরিকল্পনা অনুযায়ী কাজ করলে দেশ ও জাতি উপকৃত হবে।
জালালাবাদ রোটারি ক্লাব এর উদ্যোগে গত ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ৮টায় সিলেট নগরীর  জালালাবাদ পঙ্গু পুনর্বাসন হাসপাতালের কনফারেন্সহলে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা  প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আরশাদ আলীর সভাপতিত্বে ও আর্থিক সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান রোটারিয়ান পিপি প্রফেসর ডাঃ আব্দুস ছালাম এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান আবুল মনসুর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পিডিজি রোটারিয়ান ডাঃ মঞ্জুরুল হক চৌধুরী ও পিডিজি রোটারিয়ান লে. কর্ণেল (অব.) অধ্যক্ষ আতাউর রহমান পীর।  বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ মঞ্জুরুল হক চৌধুরী বলেন বর্তমান প্রজন্মের আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের তরুণেরা মেধার দিক থেকে কোনো অংশে কম নয়। তাদেরকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে তারা প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বে জায়গা করে নিতে পারে।
অনুষ্ঠানে রোটারিয়ান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ ও পিপি রোটারিয়ান হাসান কবির চৌধুরী।
অনুষ্ঠানে মেডিকেল, মাদ্রাসা ও কলেজের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন অতিথিবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.